শেয়ারসূচক রিপোর্ট: অর্থনৈতিক অঞ্চলে জমি পাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চল’এ জমি বরাদ্দ পাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কোম্পানিটিকে জমির প্রাথমিক বরাদ্দপত্র প্রদান করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আলোচিত অর্থনৈতিক অঞ্চলে কোম্পানিটিকে ৫ একর জমি বরাদ্দ করবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এ জমিতে লিন্ডে বাংলাদেশ লিমিটেড নতুন একটি কারখানা স্থাপন করবে।
জমি বরাদ্দের বিষয়ে আজ বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে কোম্পানিটির একটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
Sharesuchak/RH