শেয়ারসূচক ডেস্ক: আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চালু হচ্ছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ মিউচুয়াল ফান্ডের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ফান্ডগুলো হচ্ছে- ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীন ওয়ান : স্কিম টু, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ সেপ্টেমর) ছিল ফান্ডগুলোর রেকর্ড ডেট যার কারণে ওইদিন প্রতিষ্ঠান দুইটির শেয়ার লেনদেন বন্ধ ছিল এছাড়া নিয়ম অনুযায়ী ৩ ও ৪ সেপ্টেম্বর এসব ফান্ডের লেনদেন স্পট মার্কেটে হয়েছে এবং বুধবার (৬ সেপ্টেমবর) সরকারী ছুটি থাকার কারণে ফান্ডগুলো নিয়মিত লেনদেনে ফিরছে ৭ সেপ্টেম্বর।
Sharesuchak/R.H