শেয়ারসূচক রিপোর্ট: আজ (বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ র্কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬২টি কোম্পানির মোট ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৭ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। কোম্পানিটির ২১ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বিএসআরএম স্টিলের ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয় এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন হয়েছে- বিকন ফার্মা, কেডিএস এ্যাক্সেসরিজ, সোনালী পেপার, এমারেল্ড অয়েল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং ই-জেনারেশন লিমিটেডের শেয়ার।
Sharesuchak/RH