শেয়ারসূচক ডেস্ক: আজ (মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। কোম্পানিটি ৩৪ কোটি ৪৩ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ০৯ লাখ ০৫ হাজার টাকার। এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৭ কোটি ৯৭ লাখ ০৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সী পার্ল বিচ রিসোর্ট, রুপালি ইন্স্যুরেন্স, রুপালি লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
Sharesuchak/R.H.