ওয়ালটনের ৩০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারসূচক রিপোর্ট: ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেনদ পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.৮৪ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৪০.১৬ টাকা। এ সময় কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১১১.৮৪ টাকা। যা আগের বছরে ছিল ৪০.১৬ টাকা।

গত ৩০ জুন  কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ৩৪৩.৭৩ টাকা (পুনর্মূল্যায়িত) এবং ২৪২.১৮ টাকা (পুনর্মূল্যায়ন বাদে)। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ৩৩৪.৩৮ এবং ২৩১.৩৪ টাকা।

আগামী ২৯ অক্টোবর বেলা ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাট ফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ অক্টোবর।

Sharesuchak/R.H.

প্রকৌশল খাতের সকল সংবাদ দেখতে ক্লিক করুন

ওয়ালটনের সকল সংবাদ দেখতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *